সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

ছবি-সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ৩৭ শিশুকে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে রাজ্যের ঝাঁসি জেলায় মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হাসপাতালে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় সেখানে ৫৪টি শিশু চিকিৎসাধীন ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া ৩৭ শিশু ও ডাক্তারদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে কানপুর জোনের এডিজি অলোক সিং বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। মৃত শিশুরা সে সময় ইনকিউবেটরে ছিল।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরই মধ্যে অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়েছেন ও আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ঝাঁসি মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন লেগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।

জনপ্রিয়

যশোর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন আটক 

উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ৩৭ শিশুকে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে রাজ্যের ঝাঁসি জেলায় মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হাসপাতালে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় সেখানে ৫৪টি শিশু চিকিৎসাধীন ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া ৩৭ শিশু ও ডাক্তারদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে কানপুর জোনের এডিজি অলোক সিং বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। মৃত শিশুরা সে সময় ইনকিউবেটরে ছিল।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরই মধ্যে অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়েছেন ও আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ঝাঁসি মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন লেগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।