মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে বাস খাদে, ৮ তীর্থযাত্রীর মৃত্যু

নেপালের পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে ৮ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে দারচুলা জেলায় শৈলশিকর পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে রাইজিং নেপাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ডেপুটি পুলিশ সুপার প্রকাশ দাহাল জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে বাসটি পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার নিচে সিরাদ নদীতে পড়ে যায়। এতে ৮ জন নিহত ও বাকি ৫ জন আহত হয়েছেন।

আহতদের দ্রুত উদ্ধার করে গোকুলেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ এবং ঘটনার সময় জিপে কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি।

জেলা পুলিশের মুখপাত্র ছত্র বাহাদুর রাওয়াত বলেছেন, গাড়িটি তীর্থযাত্রীদের বহন করছিল। তারা জেলার মল্লিকার্জুন মন্দির দর্শন করে ফিরে আসছিলো। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

নেপালে বাস খাদে, ৮ তীর্থযাত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

নেপালের পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে ৮ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে দারচুলা জেলায় শৈলশিকর পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে রাইজিং নেপাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ডেপুটি পুলিশ সুপার প্রকাশ দাহাল জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে বাসটি পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার নিচে সিরাদ নদীতে পড়ে যায়। এতে ৮ জন নিহত ও বাকি ৫ জন আহত হয়েছেন।

আহতদের দ্রুত উদ্ধার করে গোকুলেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ এবং ঘটনার সময় জিপে কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি।

জেলা পুলিশের মুখপাত্র ছত্র বাহাদুর রাওয়াত বলেছেন, গাড়িটি তীর্থযাত্রীদের বহন করছিল। তারা জেলার মল্লিকার্জুন মন্দির দর্শন করে ফিরে আসছিলো। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।