
সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
এর আগে, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সিলেট মহানগর যুবলীগের এমদাদ হোসেন ইমু এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রুপম আহমদ। তাদের বিরুদ্ধে সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে মামলা রয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যুবলীগ নেতা এমদাদ হোসেন ইমু ও রুপম আহমদকে গ্রেপ্তার করা হয়। তারা কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে করা মামলার আসামি।
তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান।
সিলেট প্রতিনিধি 







































