মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয়: তারেক রহমান

সরকারের অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় জাতীয় কাউন্সিলে ভার্চ্যুয়ালি বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে অন্তর্বতী সরকার। গত ১৫ বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয়। তবে সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে না। পতিত স্বৈরাচারের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু মনে রাখতে হবে, বর্তমান সরকারের ব্যর্থতা জনগণের ব্যর্থতা।
তিনি বলেন, জনগণের সঙ্গে বর্তমান সরকারে সুসম্পর্ক থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জনগণ ভোট প্রয়োগের সুযোগ না পেলে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক সৃষ্টি হবে না। দেশের মানুষ আশা করছে আগামীতে নির্ভয়ে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ টেক্সটাইল সেক্টর নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। টাকা পাচার আর দুর্নীতির করণে বর্তমানে টেক্সটাইল সেক্টরে বেহাল দশা। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শতভাগ রপ্তানিযোগ্য পণ্যের ব্যাক-টু-ব্যাক এলসির ব্যবস্থা করা হবে।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

১৫ বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয়: তারেক রহমান

প্রকাশের সময় : ০৯:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

সরকারের অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় জাতীয় কাউন্সিলে ভার্চ্যুয়ালি বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে অন্তর্বতী সরকার। গত ১৫ বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয়। তবে সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে না। পতিত স্বৈরাচারের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু মনে রাখতে হবে, বর্তমান সরকারের ব্যর্থতা জনগণের ব্যর্থতা।
তিনি বলেন, জনগণের সঙ্গে বর্তমান সরকারে সুসম্পর্ক থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জনগণ ভোট প্রয়োগের সুযোগ না পেলে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক সৃষ্টি হবে না। দেশের মানুষ আশা করছে আগামীতে নির্ভয়ে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ টেক্সটাইল সেক্টর নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। টাকা পাচার আর দুর্নীতির করণে বর্তমানে টেক্সটাইল সেক্টরে বেহাল দশা। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শতভাগ রপ্তানিযোগ্য পণ্যের ব্যাক-টু-ব্যাক এলসির ব্যবস্থা করা হবে।