বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চৌগাছায় এনজিও কর্মীর আত্মহত্যা

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ১০:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১৩৫

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় শিলা আক্তার(২৫) নামে এক এনজিও কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বিকাল ৪টার দিকে চৌগাছা পুলিশ উপজেলার ইছাপুর গ্রামের মিজানুর রহমানের বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত শিলা আক্তার উপজেলার হাকিমপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে ও স্থানীয় বেসরকারি এনজিও সংস্থা কপোতাক্ষ সার্বিক উন্নয়ন সমবায় সমিতির ফিল্ড অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার শিলা আক্তারের মা ও বোন তার মোবাইল ফোনে কল করলেও শিলা ফোন রিসিভ করেননি। পরে আজ শনিবার বিকালে খোঁজ নিতে মেয়ের ভাড়া বাড়িতে যান মা ও বোন। এ সময় তার রুমের দরজা বন্ধ পান। তখন আশ-পাশের লোকজন ডেকে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে গিয়ে দেখেন সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিলা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন। তবে কি কারনে আত্মহত্যা করেছে। সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।

জনপ্রিয়

বাঙ্গালহালিয়া বিশিষ্ট ব্যবসায়ী বাটল সেনের মৃত্যুতে বাজার কমিটির শোক প্রকাশ

চৌগাছায় এনজিও কর্মীর আত্মহত্যা

প্রকাশের সময় : ১০:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

যশোরের চৌগাছায় শিলা আক্তার(২৫) নামে এক এনজিও কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বিকাল ৪টার দিকে চৌগাছা পুলিশ উপজেলার ইছাপুর গ্রামের মিজানুর রহমানের বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত শিলা আক্তার উপজেলার হাকিমপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে ও স্থানীয় বেসরকারি এনজিও সংস্থা কপোতাক্ষ সার্বিক উন্নয়ন সমবায় সমিতির ফিল্ড অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার শিলা আক্তারের মা ও বোন তার মোবাইল ফোনে কল করলেও শিলা ফোন রিসিভ করেননি। পরে আজ শনিবার বিকালে খোঁজ নিতে মেয়ের ভাড়া বাড়িতে যান মা ও বোন। এ সময় তার রুমের দরজা বন্ধ পান। তখন আশ-পাশের লোকজন ডেকে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে গিয়ে দেখেন সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিলা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন। তবে কি কারনে আত্মহত্যা করেছে। সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।