মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে গোলাগুলির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

চট্টগ্রামে রাউজানে মুখোশধারীদের ছোড়া গুলিতে আহতের ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় মামলা রুজু পরবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ৫জন হলেন, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিসের ছেলে মো. রুবেল (৩১), তাঁর ভাই মো. জুয়েল (২৩), একই এলাকার মো. বাবুলের ছেলে মো. আবদুূল (২০) ও বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণ হাট এলাকার প্রয়াত আবুল মাঝির ছেলে মো. কামাল ওরফে পাট্টা কামাল, একই এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে বাবলু (২৮)।
রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, মুখোশধারীদের করা গুলিতে একই এলাকার বেশ কিছু সংখ্যক মানুষ গুলিবিদ্ধের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৫জনকে গতকাল শনিবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় আহত মহিউদ্দিনের ভাই মো. সালাউদ্দিন বাদি হয়ে গত শুক্রবার রাতে মামলা দায়ের করে। ঘটনায় জড়িত ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদরে কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষওেয় প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। আজও (গতকাল শনিবার) অভিযান চালানো হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাউজান উপজেলা নেয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষপাড়া এলাকায় ২০-২৫ জনের একদল মুখোশধারীর করা গুলিতে ১৫জন আহত হয়। এরমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১জন।
জনপ্রিয়

১০ দলীয় সমঝোতায় সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

রাউজানে গোলাগুলির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ১০:৫২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে রাউজানে মুখোশধারীদের ছোড়া গুলিতে আহতের ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় মামলা রুজু পরবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ৫জন হলেন, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিসের ছেলে মো. রুবেল (৩১), তাঁর ভাই মো. জুয়েল (২৩), একই এলাকার মো. বাবুলের ছেলে মো. আবদুূল (২০) ও বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণ হাট এলাকার প্রয়াত আবুল মাঝির ছেলে মো. কামাল ওরফে পাট্টা কামাল, একই এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে বাবলু (২৮)।
রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, মুখোশধারীদের করা গুলিতে একই এলাকার বেশ কিছু সংখ্যক মানুষ গুলিবিদ্ধের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৫জনকে গতকাল শনিবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় আহত মহিউদ্দিনের ভাই মো. সালাউদ্দিন বাদি হয়ে গত শুক্রবার রাতে মামলা দায়ের করে। ঘটনায় জড়িত ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদরে কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষওেয় প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। আজও (গতকাল শনিবার) অভিযান চালানো হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাউজান উপজেলা নেয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষপাড়া এলাকায় ২০-২৫ জনের একদল মুখোশধারীর করা গুলিতে ১৫জন আহত হয়। এরমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১জন।