মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হত্যাকান্ডের সঙ্গে জড়িত ৫ আসামি গ্রেপ্তার

ঝিকরগাছা থানা

যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসান (২৭) হত্যাকান্ডে জড়িত আমিরুল নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত মোট ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আমিরুলকে শনিবার (১৬ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন, শামিম রেজা, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি ও তুষার হোসেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে যুবদল কর্মী পিয়াল হাসানকে ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মধ্যে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে। ওইদিনই নিহতের পিতা কিতাব আলী বাদি হয়ে ১০জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, যুবদল কর্মী  পিয়াল হত্যাকান্ডের সঙ্গে জড়িত এ পর্যন্ত ৫জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

১০ দলীয় সমঝোতায় সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হত্যাকান্ডের সঙ্গে জড়িত ৫ আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসান (২৭) হত্যাকান্ডে জড়িত আমিরুল নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত মোট ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আমিরুলকে শনিবার (১৬ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন, শামিম রেজা, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি ও তুষার হোসেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে যুবদল কর্মী পিয়াল হাসানকে ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মধ্যে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে। ওইদিনই নিহতের পিতা কিতাব আলী বাদি হয়ে ১০জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, যুবদল কর্মী  পিয়াল হত্যাকান্ডের সঙ্গে জড়িত এ পর্যন্ত ৫জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার অভিযান অব্যাহত রয়েছে।