
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে টানা ৩মেয়াদে ক্ষমতা থাকা আ.লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পরেই রাজবাড়ী জেলার অনেক ইউনিয়ন চেয়ারম্যানরা পরিষদে না যাওয়ার ফলে সেবা গ্রহীতারা বিপাকে পড়ে ব্যহত হয় নাগরিক সেবা। কিন্তু জেলার রাজবাড়ী সদর উপজেলার ৯ নং রামকান্ত পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা নিয়মিত অফিস করছেন এবং সকল নাগরিকদের সেবা প্রদান করছেন।
রবিবার (১৭ নভেম্বর ) সকালে সরেজমিনে পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদের সকল কার্যক্রম চলমান রয়েছে। এসময় সেবা গ্রহীতা মো সোহান খান বলেন, আমি ওয়ারিশ সদন নিতে আসছি। সুনছি সরকার পতনের পরেই জেলার অনেক চেয়ারম্যান পরিষদে আসে না কিন্তু আমাদের চেয়ারম্যান রাজীব ভাই নিয়মিত পরিষদে বসেন এবং আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। অপর সেবা গ্রহীতা মামুন মোল্লা বলেন আমি নাগরিক সনদের জন্য এসেছি আমি এর আগেও কয়েকবার এসে চেয়ারম্যান কে পরিষদে পেয়েছি। আমাদের চেয়ারম্যান অত্যান্ত মিসুক বিনয়ী মানুষ। এবিষয়ে রামকান্ত পুর ইউনিয়ন চেয়ারম্যান রাজীব মোল্লা বলেন,শুধু ৫ আগষ্ট না আমি নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত নাগরিক সেবা ব্যাহত হয় নি। আমার সকল ইউপি সদস্য, সচিব, সহ সকলে নিয়মিত অফিস করছেন এবং সম্মানিত নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































