
রাজবাড়ী বালিয়াকান্দিতে বাড়ির পাশে ডোবায় পড়ে আবদুল্লাহ নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকালে এঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের সেলিম শেখের ছেলে।
জানাযায় বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবায় পরে যায়। পরিবারের সদস্যরা খোজাখুজি করে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের
কর্তব্যরত চিকিৎসক ডা শায়লা শারমিন বলেন, শিশু আবদুল্লাহ কে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 



















