
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীর উপর হামলার অন্যতম আসামী আকাশ আহমদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গাজিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আকাশ উপজেলার জয়চন্ডি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা এবং বিম্ফোরক মামলার এজাহারভুক্ত ২টি মামলার আসামী।
কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানীমূলক ফেইসবুক পোস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার আসামী হিসাবে তাকে আজ রোববার সন্ধ্যায় আটক করা হয়। আগামীকাল সোমবার (১৮ই নভেম্বর) তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি 







































