সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন প্রেমের খবর দিলেন পরীমনি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ২০৭

ছবি-সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি নতুন প্রেমের খবর দিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই তার প্রেমের কথা জানান। আজ সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা।

ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও বাটারফ্লাই ইমোজি। ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন পরীমণি।

যদিও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ করেননি তিনি। তাই নতুন করে কার প্রেমে পড়েছেন তা জানা যায়নি।

এদিকে সাবেক স্বামীর জন্মদিনে নিজের প্রেমের ঘটনা প্রকাশ্যে এনেছেন এই নায়িকা।

শরীফুল রাজ ও পরীমনি

আজ চলচ্চিত্র তারকা শরীফুল রাজের জন্মদিন। বেশ কয়েকটি সিনেমা দিয়ে এসেছেন আলোচনায়। তারচেয়েও বেশি আলোচনা হয়েছে পরীমনি ‘স্বামী’ হিসেবে। যদিও বছর দুয়েক চলা সেই দাম্পত্য সম্পর্কে নেই আর তিনি। বছর খানেক আগেই সেই সম্পর্কের ইতি টেনেছেন দুজন।

তবে তাদের সর্ম্পকের সুঁতো হিসেবে রয়ে গেছে সন্তান পূন্য। সেই সন্তানকে নিয়েই পরীমনির দিন কাটে। তাকে ঘিরেই যত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জনপ্রিয়

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ

নতুন প্রেমের খবর দিলেন পরীমনি

প্রকাশের সময় : ০৪:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চিত্রনায়িকা পরীমনি নতুন প্রেমের খবর দিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই তার প্রেমের কথা জানান। আজ সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা।

ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও বাটারফ্লাই ইমোজি। ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন পরীমণি।

যদিও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ করেননি তিনি। তাই নতুন করে কার প্রেমে পড়েছেন তা জানা যায়নি।

এদিকে সাবেক স্বামীর জন্মদিনে নিজের প্রেমের ঘটনা প্রকাশ্যে এনেছেন এই নায়িকা।

শরীফুল রাজ ও পরীমনি

আজ চলচ্চিত্র তারকা শরীফুল রাজের জন্মদিন। বেশ কয়েকটি সিনেমা দিয়ে এসেছেন আলোচনায়। তারচেয়েও বেশি আলোচনা হয়েছে পরীমনি ‘স্বামী’ হিসেবে। যদিও বছর দুয়েক চলা সেই দাম্পত্য সম্পর্কে নেই আর তিনি। বছর খানেক আগেই সেই সম্পর্কের ইতি টেনেছেন দুজন।

তবে তাদের সর্ম্পকের সুঁতো হিসেবে রয়ে গেছে সন্তান পূন্য। সেই সন্তানকে নিয়েই পরীমনির দিন কাটে। তাকে ঘিরেই যত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে।