বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ৩

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৮৫

গ্রেপ্তার-৩

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার রামনগর কানাইতলা এলাকায় সালেহা মেটালের সামনে যশোর-মনিরামপুর মহাসড়কে যুবলীগ কর্মী রানা হোসেনের নেতৃত্বে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও দমন-পীড়নের প্রতিবাদে এক ঝটিকা মিছিল বের করে। বিক্ষোভ মিছিল চলাকালীন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া করে এবং ৩ যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরো বলেন, গ্রেপ্তার তিন যুবলীগ কর্মীকে যশোর জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৯:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার রামনগর কানাইতলা এলাকায় সালেহা মেটালের সামনে যশোর-মনিরামপুর মহাসড়কে যুবলীগ কর্মী রানা হোসেনের নেতৃত্বে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও দমন-পীড়নের প্রতিবাদে এক ঝটিকা মিছিল বের করে। বিক্ষোভ মিছিল চলাকালীন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া করে এবং ৩ যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরো বলেন, গ্রেপ্তার তিন যুবলীগ কর্মীকে যশোর জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।