শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এ আর রহমানের ২৯ বছরের সংসার ভাঙলো

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ১৫০

ছবি-সংগৃহীত

২৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের বিচ্ছেদ হলো উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের। স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বলিউডের এ গায়ক। আর তার দাম্পত্য জীবনের এই দুঃসংবাদে উদ্বিগ্ন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক স্টোরিতে অস্কারজয়ী গায়কের ছেলে লিখেছেন, ‘আমাদের এই সময় পরিবারের যাবতীয় গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ করছি। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।’

এদিকে মা-বাবার বিচ্ছেদের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন গায়কের ছেলে এ আর আমীন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে অনুযায়ী সবার প্রতি একটি আহ্বান জানিয়েছেন তারকপুত্র।

এর আগে এ আর রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ মঙ্গলবার তাদের এই বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি জানান, বিয়ের দীর্ঘদিন পর সায়রা বানু তার স্বামী এ আর রহমানের কাছ থেকে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। নানা মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্তে এসেছেন তারা।

আইনজীবী বন্দনা শাহ আরও জানান, তাদের একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকার পরও তারা দাম্পত্যজীবনে উত্তেজনা ও জটিলতা খুঁজে পেয়েছেন। যা একটি অপ্রতিরোধ্য ব্যবধান তৈরি করেছে। আর এ সময় কোনো পক্ষই সম্পর্ক টিকিয়ে রাখতে মেল বন্ধন করতে সক্ষম নয়। এ অবস্থায় সায়রা বানু জনসাধারণের কাছ থেকে গোপনীয়তা এবং বিষয়টি বুঝতে পারার জন্য আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে গাঁটছড়া বাঁধেন সায়রা বানু ও সংগীতশিল্পী এ আর রহমান। প্রায় তিন দশকের দাম্পত্যজীবনে তাদের সংসারে এসেছে এক ছেলে ও দুই মেয়ে।

জনপ্রিয়

যশোরে আসামি জামিনে বেরিয়ে মাদ্রাসা শিক্ষককে মারধর

এ আর রহমানের ২৯ বছরের সংসার ভাঙলো

প্রকাশের সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

২৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের বিচ্ছেদ হলো উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের। স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বলিউডের এ গায়ক। আর তার দাম্পত্য জীবনের এই দুঃসংবাদে উদ্বিগ্ন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক স্টোরিতে অস্কারজয়ী গায়কের ছেলে লিখেছেন, ‘আমাদের এই সময় পরিবারের যাবতীয় গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ করছি। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।’

এদিকে মা-বাবার বিচ্ছেদের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন গায়কের ছেলে এ আর আমীন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে অনুযায়ী সবার প্রতি একটি আহ্বান জানিয়েছেন তারকপুত্র।

এর আগে এ আর রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ মঙ্গলবার তাদের এই বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি জানান, বিয়ের দীর্ঘদিন পর সায়রা বানু তার স্বামী এ আর রহমানের কাছ থেকে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। নানা মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্তে এসেছেন তারা।

আইনজীবী বন্দনা শাহ আরও জানান, তাদের একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকার পরও তারা দাম্পত্যজীবনে উত্তেজনা ও জটিলতা খুঁজে পেয়েছেন। যা একটি অপ্রতিরোধ্য ব্যবধান তৈরি করেছে। আর এ সময় কোনো পক্ষই সম্পর্ক টিকিয়ে রাখতে মেল বন্ধন করতে সক্ষম নয়। এ অবস্থায় সায়রা বানু জনসাধারণের কাছ থেকে গোপনীয়তা এবং বিষয়টি বুঝতে পারার জন্য আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে গাঁটছড়া বাঁধেন সায়রা বানু ও সংগীতশিল্পী এ আর রহমান। প্রায় তিন দশকের দাম্পত্যজীবনে তাদের সংসারে এসেছে এক ছেলে ও দুই মেয়ে।