
যশোরের ঝিকরগাছায় সাহেব আলী (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২০ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাহেব আলী ওই গ্রামের মৃত আব্দুল ওহাব গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, সাহেব আলী গতকাল মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ (বুধবার) ভোরে ওই গ্রামের মুসল্লিরা নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। দীর্ঘদিন ওই ব্যক্তি এলাকার বাইরে থাকায় মুসল্লিরা প্রথমে তাকে চিনতে পারিনি। তার কাছে থাকা আইডি কার্ড দেখে তার পরিচয় পাওয়া যায়। তখন থানা পুলিশকে খবর দেন তারা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, মাটিকোমরা গ্রামে রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ যাবে।
স্টাফ রিপোর্টার, ঝিকরগাছা 







































