
যশোরের ঝিকরগাছায় টিউবয়েলের পানির গর্তে ডুবে সিয়াম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার জয়কৃষ্ণপুর গাজীর দরগাহ গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সিয়াম ওই গ্রামের শামীম হোসেনের ছেলে।
শিশু সিয়ামের চাচা নাজমুল ইসলাম জানান, আজ (রবিবার) দুপুরের দিকে শিশু সিয়াম খেলা করতে করতে টিউবয়েলের পানির গর্তে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে গর্তে ভাসছে দেখে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক সিয়াম শিশু সিয়ামকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসার বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গাজীর দরগাহ গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি।
ঝিকরগাছা প্রতিনিধি 







































