শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিচে বিকিনি পরে প্রতিবাদ অভিনেত্রীর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ২১৩

ছবি-আনন্দবাজার

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে গোয়ায় গিয়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। সেখানে দেখানো হবে তার আসন্ন ছবি অঙ্ক কি কঠিন। এটি পরিচালনা করেছেন সৌরভ পালোধি। এদিকে রবিবার সন্ধ্যায় গোয়ার সমুদ্র সৈকত থেকে একটা ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী ।

অভিনেত্রী জানতেন, বর্তমান সোশ্যাল মিডিয়ায় ট্রোলের যা বাড়াবাড়ি, তাতে এই পোস্ট শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই হাত ধুয়ে পিছনে পড়ে যাবে কিছু মানুষ। আর তাই পোস্টে ট্রোল করা সেই মানুষদের উদ্দেশে বিশেষ বার্তাও রেখে গেলেন।

বিচ থেকে শেয়ার করা সেই ভিডিওতে দেখা গেল একটি ক্রপ টপ পরেছেন উষসী। সঙ্গে হট প্যান্ট। তাকে বলতে শোনা গেল, ‘IIFI-তে এবার আমাদের ছবি ‘অঙ্ক কি কঠিন’ সিলেক্টেড হয়েছে। আমরা খুব উত্তেজিত। পুরো টিম আমরা চলে এসেছি। সৌরভ পালোধির পরিচালনা। ছোট ছোট অনেক বাচ্চাও আছে, তবে ওরা আসেনি। আমিই ওদেরকে রিপ্রিজেন্ট করব, আর্টিস্টদের তরফ থেকে।’

এই ভিডিওর ক্যাপশনে উষসী লিখেছেন, ‘Whenever we go/ However I dress/ No means no/Yes means yes… ট্রোল অনুরাগীদের জন্য সুবর্ণ সূযোগ। আসুন ট্রোল করুন। এ সুযোগ হারাবেন না’।

কমেন্ট সেকশনে চোখ রাখলে দেখা যায়, দু-একজন ছাড়া সকলেই বেশ তারিফ করেছেন জুন আন্টি থুরি উষসী চক্রবর্তীর সৌন্দর্যের। একজন লিখলেন, ‘বিচে তুমি শাড়ি পরে ঘুরলেই হয়তো চোখে লাগত’। আরেকজন লেখেন, ‘ট্রোলের প্রশ্নই ওঠে না। দারুণ লাগছে’।

তবে এক ট্রোল-প্রেমী মন্তব্য করেছেন, আপনি যেখানে ইচ্ছে যান, যা ইচ্ছে পরুন, আমাদের কিছুই যায় আসে না। আমাদের সমস্যা এভাবে লাইমলাইট কাড়ার চেষ্টা নিয়ে। প্রতিবাদ করতে হলে প্রতিবাদের মতো করুন, বিচে বিকিনি পরে গিয়ে প্রতিবাদ হয় না। প্রতিবাদ করতে হলে জোড়ালো ভাবে করতে হয়।

জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় নির্বাচন, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: ফখরুল

বিচে বিকিনি পরে প্রতিবাদ অভিনেত্রীর

প্রকাশের সময় : ১০:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে গোয়ায় গিয়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। সেখানে দেখানো হবে তার আসন্ন ছবি অঙ্ক কি কঠিন। এটি পরিচালনা করেছেন সৌরভ পালোধি। এদিকে রবিবার সন্ধ্যায় গোয়ার সমুদ্র সৈকত থেকে একটা ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী ।

অভিনেত্রী জানতেন, বর্তমান সোশ্যাল মিডিয়ায় ট্রোলের যা বাড়াবাড়ি, তাতে এই পোস্ট শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই হাত ধুয়ে পিছনে পড়ে যাবে কিছু মানুষ। আর তাই পোস্টে ট্রোল করা সেই মানুষদের উদ্দেশে বিশেষ বার্তাও রেখে গেলেন।

বিচ থেকে শেয়ার করা সেই ভিডিওতে দেখা গেল একটি ক্রপ টপ পরেছেন উষসী। সঙ্গে হট প্যান্ট। তাকে বলতে শোনা গেল, ‘IIFI-তে এবার আমাদের ছবি ‘অঙ্ক কি কঠিন’ সিলেক্টেড হয়েছে। আমরা খুব উত্তেজিত। পুরো টিম আমরা চলে এসেছি। সৌরভ পালোধির পরিচালনা। ছোট ছোট অনেক বাচ্চাও আছে, তবে ওরা আসেনি। আমিই ওদেরকে রিপ্রিজেন্ট করব, আর্টিস্টদের তরফ থেকে।’

এই ভিডিওর ক্যাপশনে উষসী লিখেছেন, ‘Whenever we go/ However I dress/ No means no/Yes means yes… ট্রোল অনুরাগীদের জন্য সুবর্ণ সূযোগ। আসুন ট্রোল করুন। এ সুযোগ হারাবেন না’।

কমেন্ট সেকশনে চোখ রাখলে দেখা যায়, দু-একজন ছাড়া সকলেই বেশ তারিফ করেছেন জুন আন্টি থুরি উষসী চক্রবর্তীর সৌন্দর্যের। একজন লিখলেন, ‘বিচে তুমি শাড়ি পরে ঘুরলেই হয়তো চোখে লাগত’। আরেকজন লেখেন, ‘ট্রোলের প্রশ্নই ওঠে না। দারুণ লাগছে’।

তবে এক ট্রোল-প্রেমী মন্তব্য করেছেন, আপনি যেখানে ইচ্ছে যান, যা ইচ্ছে পরুন, আমাদের কিছুই যায় আসে না। আমাদের সমস্যা এভাবে লাইমলাইট কাড়ার চেষ্টা নিয়ে। প্রতিবাদ করতে হলে প্রতিবাদের মতো করুন, বিচে বিকিনি পরে গিয়ে প্রতিবাদ হয় না। প্রতিবাদ করতে হলে জোড়ালো ভাবে করতে হয়।