
যশোর চেম্বর অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে মিজানুর রহমান খান সভাপতি ও তানভিরুল ইসলাম সোহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার চেম্বার যশোরের সহকারী কমিশনার ও নির্বাচন বোর্ডের আহ্বায়ক আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
অন্যান্য পদের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন ও মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম-সম্পাদক মোকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু এবং ট্রেজারার সৈয়দ শাহজাহান আলী খোকন। এছাড়া নির্বাহী পরিষদ সদস্যরা হলেন, গোলাম রেজা দুলু, সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, নুরুজ্জামান লিটন, আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, কাসেদুজ্জামান সেলিম, শ্যামল দাস, খায়রুল কবির, ইসমাইল হোসেন মিলন, নূর আলম পাটোয়ারী, এস এম সাইফুল ইসলাম লিটন ও রেজাউল করিম।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও যশোরে চেম্বারের প্রশাসক এস এম শাহীন, যশোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাচন বোর্ডের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা এবং নির্র্বাচনের আপিল কমিটির সদস্য রিজিবুল ইসলাম প্রমুখ।
যশোর অফিস 







































