বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য: নৌবাহিনী প্রধান

ছবি: সংগৃহীত

আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় খুলনা নেভাল বার্থে যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’-এর কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ-রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য।

নৌবাহিনী প্রধান বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বন্দরগুলোর নিরাপত্তা প্রদান, সমুদ্র বাণিজ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, ব্লু-ইকনোমি বাস্তবায়নসহ দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী সর্বদা নিবেদিত। নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ‘বানৌজা বিশখালী’ জাহাজটি অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, খুলনা শিপইয়ার্ডে নির্মিত এই জাহাজটির দৈর্ঘ্য ৫১ দশমিক ৬ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৫ মিটার। জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ২১ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি ৪০ মি. মি. বাফার গান, দুইটি ১২.৭ মি. মি. হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সারভিল্যান্স রাডার, জিপিএস, ইকো-সাউন্ডার সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য: নৌবাহিনী প্রধান

প্রকাশের সময় : ০৪:২২:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় খুলনা নেভাল বার্থে যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’-এর কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ-রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য।

নৌবাহিনী প্রধান বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বন্দরগুলোর নিরাপত্তা প্রদান, সমুদ্র বাণিজ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, ব্লু-ইকনোমি বাস্তবায়নসহ দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী সর্বদা নিবেদিত। নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ‘বানৌজা বিশখালী’ জাহাজটি অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, খুলনা শিপইয়ার্ডে নির্মিত এই জাহাজটির দৈর্ঘ্য ৫১ দশমিক ৬ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৫ মিটার। জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ২১ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি ৪০ মি. মি. বাফার গান, দুইটি ১২.৭ মি. মি. হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সারভিল্যান্স রাডার, জিপিএস, ইকো-সাউন্ডার সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।