
দীর্ঘ দিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন-৪-এর প্রতিনিধিত্বকারী সাবেক জাতীয় সংসদ সদস্য তিনি।
এদিকে আজ শনিবার (৩০ নভেম্বর ) সকাল থেকেই শোনা যায় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তাকে। পরে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে জানা যায় আসল তথ্য।
থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শনিবার থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তাকে যেতে দেয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তবে অভিনেত্রীকে আটক করা হয়নি।
বিনোদন ডেস্ক 







































