
আজ বিশ্ব এইডস দিবস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব সম্প্রদায় ১৯৮৮ সাল থেকে বিশ্ব এইডস দিবস পালন করে আসছে। ইউএনএইডসের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে প্রায় ৩৪ মিলিয়ন মানুষ এইডসে আক্রান্ত। এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এ মরণঘাতী রোগে মৃত্যুবরণ করেছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করবে।
চলতি বছর বিশ্ব এইডস দিবসের থিম হলো ‘Take the Rights Path: My Health My Right.’ এইচআইভির কারণে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। যার কারণে একটি সাধারণ সংক্রমণও এইচআইভি আক্রান্তের ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠতে পারে। আজকের উন্নত পৃথিবীতে এই রোগের চিকিৎসা সম্ভব। এখন এইডস রোগীদের যত্নের সঠিক পদ্ধতি গ্রহণ করা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) একটি ভাইরাস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে। যদি সময়মতো চিকিৎসা না করা হয় তাহলে এটি এইডসে রূপ নিতে পারে। এইডস হলো এইচআইভি সংক্রমণের শেষ পর্যায়, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সাধারণ সংক্রমণও তখন মারাত্মক হতে পারে।
বার্তাকণ্ঠ ডেস্ক 







































