
যশোর জেলা শ্রমিক লীগ একাংশের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের শিক্ষক শেখ আলী আকবরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের মারপিট ও নাশকতা মূলক কর্মকান্ডের চেষ্টা করার পৃথক দুইটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার (১ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের নতুন খয়েরতলার আছির উদ্দিনের ছেলে ও জেলা শ্রমিক লীগের একাংশের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও একই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে শেখ আলী আকবর ও ঝুমঝুমপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম মনা।
মামলা সুত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিক নেতা নাসিরের নেতৃত্বে নাশকতার উদ্দেশ্যে একদল চিহ্নিত সন্ত্রাসী যশোর-মণিরামপুর মহাসড়কের কানাইতলা সালেহা মেটালের সামনে দেশীয় অস্ত্র, লাঠিসোটা হাতবোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করে। এমন খবর পেয়ে সেখানে পুলিশ জানতে পারে নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলামসহ আরো কয়েকজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মামলা করা হয়। ওই মামলায় শহিদুল ইসলাম মনা ও শেখ আলী আকবরকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারপিটের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়। ওই মামলায় শ্রমিক লীগ নেতা নাসির উদ্দিনেক গ্রেপ্তার করা হয়।
যশোর প্রতিনিধি 






























