
যশোর জেলা মুক্ত দিবস ,শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে যশোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী ৬ ডিসেম্বর যশোর জেলা মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেন্বর মহান বিজয় দিবস পালনের জন্য এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোর সিভিল সার্জন,ও যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ জেলার বিভিন্ন দফতরে কর্মকর্তারা।
সভায় তিন দিবস পালনে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সকল শ্রেণী-পেশার মানুষ সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কোন স্বার্থান্বেষী গোষ্ঠী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকার আহবান করা হয়।
যশোর অফিস 



















