
মোংলা উপজেলায় সোমবার (০২ ডিসেম্বর) সকাল ০৯ টায় গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরী সহযোগিতায় এবং নবলোক পরিষদ কর্তৃক বাস্তবায়িত রেজিলিয়েন্ট হোমস্টেড এন্ড লাইভলিহুড (আরএইচএল) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অংশ হিসেবে ২০ জন সবজি চাষি নারী সদস্য যারা জলবায়ু পরিবর্তনের কারনে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সে সকল উপকারভোগীদের লবনাক্ত সহনশীল সবজি চাষের উপর দক্ষতা উন্নয়নের জন্য ১ দিনের প্রশিক্ষনের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত হাওলাদার, এবং শেখ রবিউল ইসলাম প্রতিনিধি,শিকদার সীড কোম্পানী। এ ছাড়াও উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জনাব কাজী তোবারক হোসেন,(প্রোজেক্ট কো-অর্ডিনেটর), আবু সাঈদ সিদ্দিকী, টিও (এনভায়রনমেন্ট এবং মনিটরিং)। উক্ত প্রশিক্ষণের পরিচালনার দায়িত্বে ছিলেন কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (কৃষি) মোঃ আরিফুল ইসলাম।
উল্লেখ্য যে, মোংলা উপজেলায় পরবর্তীতে এ রকম আরও ২০ ব্যাচের প্রশিক্ষণের আয়োজন করা হবে।
ফল স্বরুপ জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলীয় অঞ্চলের সবজি চাষীগন দুর্যোগের ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে লবনাক্ত সহনশীলজাতের সবজি চাষের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সাবলম্বী হওয়ার মাধ্যমে পরিবারের সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রকল্প কর্তৃক এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের জলবায়ু সহনশীল জীবন মান উন্নয়নে সহায়ক হবে।
মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধি 







































