সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে ৫০ হাজার টাকাসহ এক চাঁদাবাজ আটক

আটক আবু জাফর।

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে ইটভাটা থেকে আদায়কৃত ৫০ হাজার টাকাসহ আবু জাফর নামে এক চাঁদাবাজকে হাতে-নাতে ধরেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) বেলা পৌনে ১টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল এলাকার পরিবেশ বান্ধব ইটভাটা রাউজান ব্রিকস মেনুফেকচার (আরবিএম) এর অফিস থেকে তাকে আটক করা হয়।  আটক জাফর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বুড়ো হাজীর বাড়ির মৃত শহীদুল হকের ছেলে।
অভিযানে অংশগ্রহণকারী পুলিশ জানায়, ইটভাটা মালিক এস.এম শহিদুল্লাহ’র কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল জাফর। সোমবার ৫০ হাজার টাকা দেওয়ার সম্মতি জানালে ইটভাটা মালিকের কাছ থেকে আরও টাকা দাবি করায়, ভুক্তভোগী ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদায়কৃত ৫০ হাজার টাকা চাঁদাসহ জাফরকে গ্রেপ্তার করেন।
পূর্বেও ওই চাঁদাবাজকে ২০ হাজার টাকার চাঁদা প্রদানের কথা জানিয়েছেন ভুক্তভোগী ইটভাটা মালিক এস.এম শহিদুল্লাহ। ইটভাটা মালিকের গোপন ক্যামেরায় ধরণকৃত ভিডিওতে দেখা যায়, চাঁদাবাজকে চা দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর দাবিকৃত ৩০ লাখের মধ্যে ৫০ হাজার টাকা প্রদান করা হলে টাকা পরে দেওয়ার কথা বলেন চাঁদাবাজ জাফর।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাঁদার টাকাসহ আটক করে থানায় মামলা রুজু শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।
 স্থানীয়দের দাবি, জাফর কখনো পুলিশের সোর্স, কখনো বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তবে তার দলীয় কোনো পদ পদবী নেই বলে নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, বক্তব্য নিতে হলে আপনারা আমাদের এডিশনাল এসপি’র সঙ্গে যোগাযোগ করুন। পরে ওসির দেওয়া এডিশনাল এসপি রাসেল’র নম্বরে ফোন করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জনপ্রিয়

শার্শায় বিএনপির আলোচনা সভা

রাউজানে ৫০ হাজার টাকাসহ এক চাঁদাবাজ আটক

প্রকাশের সময় : ০৯:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে ইটভাটা থেকে আদায়কৃত ৫০ হাজার টাকাসহ আবু জাফর নামে এক চাঁদাবাজকে হাতে-নাতে ধরেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) বেলা পৌনে ১টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল এলাকার পরিবেশ বান্ধব ইটভাটা রাউজান ব্রিকস মেনুফেকচার (আরবিএম) এর অফিস থেকে তাকে আটক করা হয়।  আটক জাফর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বুড়ো হাজীর বাড়ির মৃত শহীদুল হকের ছেলে।
অভিযানে অংশগ্রহণকারী পুলিশ জানায়, ইটভাটা মালিক এস.এম শহিদুল্লাহ’র কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল জাফর। সোমবার ৫০ হাজার টাকা দেওয়ার সম্মতি জানালে ইটভাটা মালিকের কাছ থেকে আরও টাকা দাবি করায়, ভুক্তভোগী ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদায়কৃত ৫০ হাজার টাকা চাঁদাসহ জাফরকে গ্রেপ্তার করেন।
পূর্বেও ওই চাঁদাবাজকে ২০ হাজার টাকার চাঁদা প্রদানের কথা জানিয়েছেন ভুক্তভোগী ইটভাটা মালিক এস.এম শহিদুল্লাহ। ইটভাটা মালিকের গোপন ক্যামেরায় ধরণকৃত ভিডিওতে দেখা যায়, চাঁদাবাজকে চা দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর দাবিকৃত ৩০ লাখের মধ্যে ৫০ হাজার টাকা প্রদান করা হলে টাকা পরে দেওয়ার কথা বলেন চাঁদাবাজ জাফর।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাঁদার টাকাসহ আটক করে থানায় মামলা রুজু শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।
 স্থানীয়দের দাবি, জাফর কখনো পুলিশের সোর্স, কখনো বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তবে তার দলীয় কোনো পদ পদবী নেই বলে নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, বক্তব্য নিতে হলে আপনারা আমাদের এডিশনাল এসপি’র সঙ্গে যোগাযোগ করুন। পরে ওসির দেওয়া এডিশনাল এসপি রাসেল’র নম্বরে ফোন করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।