
রাজবাড়ী প্রতিনিধি।।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলারপ্রতিবাদে রাজবাড়ীতে জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী দল বিএনপির) কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং শহরের বড়পুল, স্টেশনরোড হয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে শেষ হয়।এর পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন প্রমুখ।
রাজবাড়ী প্রতিনিধি 






































