বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নিখোঁজের ৮ দিন পর বৃদ্ধার মরদেহ মিলল চিত্রা নদীতে

যশোর প্রতিনিধি।।

যশোরের বাঘারপাড়ায় নিখোঁজের ৮ দিন পর ফুলমতি বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার খাজুরা বাজার ব্রীজঘাট এলাকার চিত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফুলমতি বেগম সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে চিত্রা নদীতে এক বৃদ্ধা নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। পরে বড়মেয়ে রেক্সোনা তার মা ফুলমতির মরদেহ শনাক্ত করেন।

রেক্সোনা জানায়, তার মা একজন মানসিক ভারসাম্যহীন। গত ২৫ নভেম্বর দুপুরে বাড়ি থেকে বের হন তিনি। এরপর অনেক খুঁজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে দু-দিন আগে এলাকায় মাইকিং করা হয়। আজ চিত্রা নদী থেকে তার মরদেহ ভাসতে দেখে তার মায়ের মরদেহ শনাক্ত করেন তিনি। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছেন তার মা ফুলমতি। গত চারমাস আগে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, চিত্রা নদীতে এক বৃদ্ধা নারীর মরদেহ ভাসছে এমন খবরের ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য  মরদেহ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

জনপ্রিয়

খালেদা জিয়াকে গার্ড অব অনার তিন বাহিনীর

যশোরে নিখোঁজের ৮ দিন পর বৃদ্ধার মরদেহ মিলল চিত্রা নদীতে

প্রকাশের সময় : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

যশোর প্রতিনিধি।।

যশোরের বাঘারপাড়ায় নিখোঁজের ৮ দিন পর ফুলমতি বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার খাজুরা বাজার ব্রীজঘাট এলাকার চিত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফুলমতি বেগম সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে চিত্রা নদীতে এক বৃদ্ধা নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। পরে বড়মেয়ে রেক্সোনা তার মা ফুলমতির মরদেহ শনাক্ত করেন।

রেক্সোনা জানায়, তার মা একজন মানসিক ভারসাম্যহীন। গত ২৫ নভেম্বর দুপুরে বাড়ি থেকে বের হন তিনি। এরপর অনেক খুঁজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে দু-দিন আগে এলাকায় মাইকিং করা হয়। আজ চিত্রা নদী থেকে তার মরদেহ ভাসতে দেখে তার মায়ের মরদেহ শনাক্ত করেন তিনি। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছেন তার মা ফুলমতি। গত চারমাস আগে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, চিত্রা নদীতে এক বৃদ্ধা নারীর মরদেহ ভাসছে এমন খবরের ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য  মরদেহ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।