সম্প্রতি নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশের ট্যাংকের বহর যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাংকের বহরের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ।
‘Ironclad’ নামে একটি এক্স অ্যাকাউন্টে গত ৩০ নভেম্বর ট্যাংকের বহরের একটি ছবি প্রকাশ করে দাবি করা হয় ‘বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাংকে ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখা গেছে’। একইদিন ‘PSYWAR Bureau’ নামে একটি এক্স অ্যাকাউন্টে দাবি করা হয় ‘পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল এবং গোলাবারুদ সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাংক ও সাজোয়া যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আরো বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একই দাবি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















