শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাইটসের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণা পক্ষ উদযাপন

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে লিঙ্গভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণা পক্ষ-২০২৪ উদযাপন করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। উইনরক ইন্টারন্যশনালের কারিগরি সহযোগিতায় USAID এর অর্থায়নে পরিচালিত FSTIP  প্রকল্পের অধীনে এই কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে বুধবার ৪ ডিসেম্বর সকালে যশোর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করা হয়।

দিবসটির মূল লক্ষ্য নারী-কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ করা।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম, প্রকাশ স্বর, প্রনব ধর, তপন বিশ্বাস এবং উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি ইকবাল হোসেন।

বৈষম্য দূরীকরণে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ত্বারোপ করে নারী ও কন্যাশিশুর সুরক্ষার মাধ্যমে সহিংসতা মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সভার বক্তারা।

জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাইটসের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণা পক্ষ উদযাপন

প্রকাশের সময় : ০৯:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে লিঙ্গভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণা পক্ষ-২০২৪ উদযাপন করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। উইনরক ইন্টারন্যশনালের কারিগরি সহযোগিতায় USAID এর অর্থায়নে পরিচালিত FSTIP  প্রকল্পের অধীনে এই কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে বুধবার ৪ ডিসেম্বর সকালে যশোর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করা হয়।

দিবসটির মূল লক্ষ্য নারী-কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ করা।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম, প্রকাশ স্বর, প্রনব ধর, তপন বিশ্বাস এবং উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি ইকবাল হোসেন।

বৈষম্য দূরীকরণে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ত্বারোপ করে নারী ও কন্যাশিশুর সুরক্ষার মাধ্যমে সহিংসতা মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সভার বক্তারা।