
যশোর অফিস।।
যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শহীদ কবির হোসেন পলাশের ১১তম হত্যাবার্ষিকী আজ ৯ ডিসেম্বর সোমবার। ২০১৩ সালের এই দিনে যশোর শহরের ঈদগাহ মোড়ে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় নিহত হন তিনি। দিবসটি উপলক্ষে যশোর জেলা ছাত্রদল ও তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পলাশের হত্যাবার্ষিকী উপলক্ষে আজ পলাশের বড় বোন ফারহানা ইয়াসমিন রুমার কাজীপাড়াস্থ নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অপরদিকে ছাত্রদলও নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, কারবালা গোরস্থানে মরহুমের কবর জিয়ারত,শহরের সিভিল কোর্ট মোড়ে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।
যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর জানান, জোহরবাদ কারবালা করবস্থানে মরহুমের কবর জিয়ারতের আয়োজন করেছে যশোর জেলা ছাত্রদল।
যশোর অফিস 
























