
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ী বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে সার-কীটনাশক বিক্রেতাকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি বাজার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম বারী।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাখি ষ্টোর কে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি মো তৌহিদুল ইসলাম বারী বলেন, অতিরিক্ত দামে সার, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক এবং অনুমোদনহীন সার বিক্রির অপরাধে তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলার কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলাম সহ অন্যানরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































