বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তামিলনাড়ুতে হাসপাতালে ভয়াবহ আগুন, শিশুসহ ৭ জনের মৃত্যু

ছবি-সংগৃহীত

বৃহস্পতিবার রাতে ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শিশুসহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকরাও কাজ করেছেন। করেছেন হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজও।

জানা যায়, অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী এবং একজন শিশু। আর এ ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও ভারতে ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। তারও আগে ২০১৮ সালে একই হাসপাতালের মেডিসিন স্টোররুমে আগুন লেগেছিল। এবার তামিলনাড়ুর হাসপাতালে ফিরল আগুন আতঙ্ক।

জনপ্রিয়

বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক

তামিলনাড়ুতে হাসপাতালে ভয়াবহ আগুন, শিশুসহ ৭ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০১:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

বৃহস্পতিবার রাতে ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শিশুসহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকরাও কাজ করেছেন। করেছেন হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজও।

জানা যায়, অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী এবং একজন শিশু। আর এ ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও ভারতে ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। তারও আগে ২০১৮ সালে একই হাসপাতালের মেডিসিন স্টোররুমে আগুন লেগেছিল। এবার তামিলনাড়ুর হাসপাতালে ফিরল আগুন আতঙ্ক।