
যশোর অফিস।।
যশোর সদরের বাহাদুরপুর গ্রামে এক প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওই প্রবাসীর নাম আব্দুর রাজ্জাক। চাঁদাবাজরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের ঘটনাও ঘটায়। প্রবাসী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ওই গ্রামে হাফিজুর রহমান তোতনের ছেলে।
প্রবাসী রাজ্জাকের ভাই বাবুল ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ও অন্যান্য চাঁদাবাজদের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের গোলাম হোসেনের ছেলে রিপন হোসেন (৪০), ইদ্রিস আলীর ছেলে সীমান্ত (৩০), মুজিবর রহমানের ছেলে বিপ্লব হোসেন ২৬), আফজালের ছেলে মানিক (৩৫), বাবু মিস্ত্রির ছেলে স্বাদ (২০), এবং রিপন হোসেনের দুই ছেলে জিসান (২০) ও জিদান (১৮)।
মামলায় আব্দুর রাজ্জাকের ভাই বাবুল বলেছেন আমার ভাই আব্দুর রাজ্জাক বিদেশে ছিলেন। দেশে ফিরে সে তার বাড়ির পাশে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে। এরপর থেকে আসামিরা আমার ভাইয়ের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে মারপিটের হুমকি দেয়। তিনি তাদের ১২ হাজার টাকাও দেন।
গত ২৯ নভেম্বর সকাল ১০টার দিকে আসামিরা অস্ত্র নিয়ে তার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে চাঁদা দাবি করে। টাকা দিকে অস্বীকার করায় আসামিরা তার মারপিট করে। ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। দোকানের মালামাল ভেঙ্গে তছনছ করে। সে সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তার ভাইকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনার ১৫ দিন পর গত বৃহস্পতিবার থানায় মামলা রেকর্ড করেছে।
যশোর অফিস।। 



































