
যশোর প্রতিনিধি।।
যশোরের জলাবদ্ধ ভবদহ এলাকায় দরিদ্র ও দুস্থ অসহায় শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। ভবদহ এলাকার অতি দরিদ্র মানুষের মাঝে ২০০ কম্বল বিতরণ করেছে। শীতের প্রকোপ শুরুতেই এনটিভির উদ্যোগে কম্বল পেয়ে খুশি এলাকার শীতার্তরা। বস্তুনিষ্ট সংবাদ ও বিনোদনের পাশাপাশি মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসায় এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার মানুষ। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে সুন্দলী কলেজ চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজলের তত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভবদহ পানি নিঃস্কাশন কমিঠির সদস্য সচিব চৈতন্দ্য পাল, মাষ্টার কানু বিশ্বাস, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদজ্জামান প্রমুখ।
অতিথিরা পঙ্গু,দুস্থ, অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এনটিভির কম্বল পেয়ে অনেকেই আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তারা এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এনটিভি কর্তৃপক্ষের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়া এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এনটিভি।
যশোরের দুঃখ ভবদহ। বছরের প্রায় অর্ধেক সময় ধরে জলের সাথে বসবাস এ এলাকার মানুষের। কয়েক দিন আগে এলাকার মানুষের জীবন-জীবিকা ও এলাকার ভোগান্তি নিয়ে এনটিভি চার পর্বে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে।এই কনকনে শতে মানবিক দায়িত্ব থেকে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ভবদহের অসহায়- দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িছেন।
যশোর প্রতিনিধি 





































