
বন্দুকধারীর হামলায় ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর ডানকির্কে মোট ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নিরাপত্তা কর্মী ও দুইজন অভিবাসী রয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়া।
প্রতিবেদনে বলা হয়, হামলার সময় পুলিশের কাছে আত্মসমর্পণ করা ২২ বছর বয়সী একজন যুবকও নিহত হয়েছেন। মৃত্যুর পূর্বে এ ঘটনার দায় স্বীকার করেছেন ওই যুবক। তিনি মোট পাঁচজনকে হত্যার দায় স্বীকার করেন। এ ঘটনায় পুলিশ তার গাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
ডানকির্ক শহরের কাছে লুন-প্লেজ এলাকাটি শরণার্থী শিবির হিসেবে পরিচিত। ফ্রান্সের উত্তর উপকূলে অবস্থিত এই শরণার্থী শিবিরে অনেকদিন ধরে অভিবাসীরা আশ্রয় নিচ্ছেন। হত্যার এই ঘটনায় ফ্রান্স সরকার এখনো কোনও মন্তব্য করেনি। ডানকির্কের মেয়র প্যাট্রিস ভারগ্রিয়েট এই ঘটনাটিকে বেদনাদায়ক হিসেবে বর্ণনা করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক 



























