
তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার।।
১৬ই ডিসেম্বর-মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ-নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে সোমবার ১৬ই ডিসেম্বর বিজয় মেলা-২০২৪ আয়োজন করা হয়েছে। ফিতা কেটে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন, ময়মনসিংহ-বিভাগীয় কমিশনার মো. আখতার আহমেদ।
উদ্বোধনী পরবর্তী বিভাগীয় কমিশনার বিজয় মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন ও পরিদর্শন করেন। পরিদর্শনকালে ময়মনসিংহ-রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো. আজিজুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাঙালির শ্রেষ্ঠ অর্জন ৭১-এর স্বাধীনতা।’ ১৬ই ডিসেম্বরের এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছিল।
বিজয়ের এই স্মৃতিকে আরো বেশি স্মরণীয় ও দীর্ঘস্থায়ী করতে এ মেলার আয়োজন করা হয়েছে।’ নতুন-প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ মেলার গুরুত্ব অনেকাংশে।’
আঙিনা-আমরা পারি-রাংতা-অন্যান্য, বেহু-রকমারি ভালুকা, ব্রহ্মপুত্র শিল্প কুটিরসহ বিভিন্ন নামীয় প্রায় ৩৪টি স্টল এ মেলায় স্থান পায়।
এ মেলার অধিকাংশ স্টলগুলো ব্যক্তি প্রতিষ্ঠান ও সমবায় সমিতির। নিজস্ব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসামগ্রী স্টলগুলোতে তারা প্রদর্শন করেন।
ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে ময়মনসিংহের-সাংস্কৃতিক ঐতিহ্যর ধারক ও বাহক হিসেবে কাজ করে সে ধরনের পণ্য, স্থানীয় পিঠাসহ নানান প্রকারের বাণিজ্যিক সামগ্রী স্টলগুলোতে দেখা যায়।
বিজয়ের এই দিনটিতে জন-সমাগমের মাধ্যমে এখানকার স্থানীয় লোকেরা বিজয়ের উল্লাসকে উপভোগ করছেন।
তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার।। 





































