
যশোর প্রতিনিধি।।
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রফিক হোসেন (৪৪)কে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রফিক হোসেন যশোর সদর উপজেলার ভগবতীপুর গ্রামের শফিয়ার রহমানের ছেলে।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ১৮ নভেম্বর বিকেলে নরেন্দ্রপুরে বোমাবাজির ঘটনায় অ্যাডভোকেট আকরাম হোসেন বাদী হয়ে ২০ নভেম্বর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
যশোর প্রতিনিধি।। 



































