
২০২৫ সালের সুবিধাজনক সময়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই আমন্ত্রণ জানানো হয়।
সরকারের পক্ষে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত মহাসচিবের সঙ্গে তার বিদায়ী সাক্ষাতে এই আমন্ত্রণ জানান।
এ সময় অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব।
তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘে বহুপক্ষীয় প্রসারে বাংলাদেশ বিশেষ করে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, খাদ্য ও পানি নিরাপত্তাহীনতাসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে।
সাক্ষাৎকালে স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত রেজুলেশনে জাতিসংঘের সদস্য দেশগুলোর সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের প্রথম প্রান্তিকে রোহিঙ্গা বিষয়ক সর্বাত্মক অংশীজনদের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত মুহিত রোহিঙ্গা মুসলিমদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ এই সংকটের টেকসই সমাধানের জন্য একটি ব্যাপক, সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট সময়ব্যাপী পরিকল্পনার প্রস্তাবের বিষয়ে সম্মেলন আয়োজনে মহাসচিবের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
এ সময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
তিনি ২০২৫ সালে উচ্চ পর্যায়ের সম্মেলনের জন্য জাতিসংঘের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন এবং সংকটের দ্রুত ও টেকসই সমাধানের জন্য সম্মেলনের সাফল্যের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত মুহিত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান প্রভৃতি ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ছয়টি সংস্কার কমিশন গঠনের বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন।
জাতিসংঘ মহাসচিব রাষ্ট্রদূত মুহিতের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা থেকে বাংলাদেশ আগামী বছরগুলোতে লাভবান হবে।
পেশাদার কূটনীতিক এবং অস্ট্রিয়া ও ডেনমার্কে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুহিত ২০২২ সালের আগস্টে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে যোগ দেন।
নিজস্ব প্রতিবেদক 




































