
আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ (১৮ ডিসেম্বর)। বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছরের ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ যথাযথ গুরুত্বের সঙ্গে উদযাপনের উদ্যোগ নিয়েছে। এ বছর ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে অভিবাসনসংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।
এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠান মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মূল অনুষ্ঠানের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সারা দেশে দিবসটি উদযাপিত হবে।
নিজস্ব প্রতিবেদক 





































