শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরের সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল আলিয়ার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৯৪

ছবি-হিন্দুস্তান টাইমস

অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়ার বিয়ের পর বিদেশি বরের সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল। মধুচন্দ্রিমায় মজে আছেন তিনি। মালদ্বীপে হানিমুন কাটাচ্ছেন আলিয়া ও শেন। সোশ্যাল মিডিয়ায় তারা তাদের মধুচন্দ্রিমার মায়াবী ছবি শেয়ার করে নিয়েছেন। এরইমধ্যে নবদম্পতির ভালোবাসার মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেনের সাথে রোমান্টিক হানিমুনের বেশ কয়েকটি প্রেম-ভরা মুহুর্ত শেয়ার করেছেন আলিয়া। একটি ছবিতে, তাকে মনোরম সমুদ্র সৈকতে পোজ দিতে দেখা গিয়েছে, সূক্ষ্ম ব্লুপ্রিন্টের অফ-শোল্ডার সাদা পোশাকে পরিচালক কন্যা, তার হাতের মেহেন্দি এখনও ফিকে হয়নি। আরেকটি হৃদয়গ্রাহী ছবিতে নবদম্পতিকে সমুদ্র উপকূলে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেল।

একটি ছবিতে, আলিয়া একটি চটকদার গোলাপি ব্রালেটে ধরা দিয়েছেন এবং অন্য ছবিতে সুইমস্যুট পরে প্যাডেল বোটে মলদ্বীপের নীল জলে ভেসে বেড়াচ্ছেন । অন্যান্য ছবিতে মলদ্বীপের  বিলাসবহুল জীবন, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। এই প্রেম-সিক্ত মুহুর্তগুলি ভাগ করে, আলিয়া ক্যাপশন হিসাবে মধু এবং চাঁদের ইমোজি যোগ করেছেন।

আলিয়ার এই হানিমুনের পোস্টে লাইক-কমেন্ট ভরপুর। আলিয়ার প্রিয় বান্ধবী খুশি কাপুর মন্তব্য করেছেন, ‘হানিমুন অ্যাভিনিউ’। কেউ লিখেছেন, ‘আনন্দ করো, খুব সুন্দর’। হানিমুনের অভিজ্ঞতা নিয়ে শেন লেখেন, ‘সেরা সময় কাটছে..’। গত ১১ই ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগোয়ার গলায় মালা দিয়েছেন আলিয়া।

জনপ্রিয়

বেনাপোলে বিএনপির নেতার ভাইয়ের মৃত্যু,জানাজায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

বরের সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল আলিয়ার

প্রকাশের সময় : ০৫:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়ার বিয়ের পর বিদেশি বরের সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল। মধুচন্দ্রিমায় মজে আছেন তিনি। মালদ্বীপে হানিমুন কাটাচ্ছেন আলিয়া ও শেন। সোশ্যাল মিডিয়ায় তারা তাদের মধুচন্দ্রিমার মায়াবী ছবি শেয়ার করে নিয়েছেন। এরইমধ্যে নবদম্পতির ভালোবাসার মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেনের সাথে রোমান্টিক হানিমুনের বেশ কয়েকটি প্রেম-ভরা মুহুর্ত শেয়ার করেছেন আলিয়া। একটি ছবিতে, তাকে মনোরম সমুদ্র সৈকতে পোজ দিতে দেখা গিয়েছে, সূক্ষ্ম ব্লুপ্রিন্টের অফ-শোল্ডার সাদা পোশাকে পরিচালক কন্যা, তার হাতের মেহেন্দি এখনও ফিকে হয়নি। আরেকটি হৃদয়গ্রাহী ছবিতে নবদম্পতিকে সমুদ্র উপকূলে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেল।

একটি ছবিতে, আলিয়া একটি চটকদার গোলাপি ব্রালেটে ধরা দিয়েছেন এবং অন্য ছবিতে সুইমস্যুট পরে প্যাডেল বোটে মলদ্বীপের নীল জলে ভেসে বেড়াচ্ছেন । অন্যান্য ছবিতে মলদ্বীপের  বিলাসবহুল জীবন, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। এই প্রেম-সিক্ত মুহুর্তগুলি ভাগ করে, আলিয়া ক্যাপশন হিসাবে মধু এবং চাঁদের ইমোজি যোগ করেছেন।

আলিয়ার এই হানিমুনের পোস্টে লাইক-কমেন্ট ভরপুর। আলিয়ার প্রিয় বান্ধবী খুশি কাপুর মন্তব্য করেছেন, ‘হানিমুন অ্যাভিনিউ’। কেউ লিখেছেন, ‘আনন্দ করো, খুব সুন্দর’। হানিমুনের অভিজ্ঞতা নিয়ে শেন লেখেন, ‘সেরা সময় কাটছে..’। গত ১১ই ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগোয়ার গলায় মালা দিয়েছেন আলিয়া।