রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নাশকতার মামলায় ৩ আ. লীগ কর্মী আটক 

  • যশোর প্রতিনিধি 
  • প্রকাশের সময় : ১০:০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১১২

যশোর অফিস।। 

যশোরে নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে যশোর কোতয়ালী থানা পুলিশ ফারুক হোসেন বুলবুল হোসেন ও মোশারফ হোসেন নামে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে।

থানার এসআই আব্দুর রাজ্জাক জানিয়েছেন,গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘুরুলিয়া বাজার থেকে ফারুক হোসেনকে আটক করা হয়। ফারুক হোসেন যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামকস্থানে রাস্তায় অবরোধ করে নাশকতা তৈরী করে। বোমাবাজি করে আতংক সৃষ্টি করে। এই মামলার সন্দেহভাজন আসামি ফারুক। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই বায়েজিদ মোল্লা জানিয়েছেন,বুধবার মোশারফ হোসেনকে ঘুরুলিয়া বাজার থেকে আটক করা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একটি ভোট কেন্দ্রে দখল করে জাল ভোট দেয়া এবং বোমাবাজি করে আতংক সৃষ্টি করে। এই মামলার সন্দেহভাজন আসামি মোশরাফ। এছাড়া বুলবুল হোসেনকে বিএনপি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

যশোরে সকালের বার্তা পত্রিকার প্রকাশনা উদ্বোধন

যশোরে নাশকতার মামলায় ৩ আ. লীগ কর্মী আটক 

প্রকাশের সময় : ১০:০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

যশোর অফিস।। 

যশোরে নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে যশোর কোতয়ালী থানা পুলিশ ফারুক হোসেন বুলবুল হোসেন ও মোশারফ হোসেন নামে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে।

থানার এসআই আব্দুর রাজ্জাক জানিয়েছেন,গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘুরুলিয়া বাজার থেকে ফারুক হোসেনকে আটক করা হয়। ফারুক হোসেন যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামকস্থানে রাস্তায় অবরোধ করে নাশকতা তৈরী করে। বোমাবাজি করে আতংক সৃষ্টি করে। এই মামলার সন্দেহভাজন আসামি ফারুক। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই বায়েজিদ মোল্লা জানিয়েছেন,বুধবার মোশারফ হোসেনকে ঘুরুলিয়া বাজার থেকে আটক করা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একটি ভোট কেন্দ্রে দখল করে জাল ভোট দেয়া এবং বোমাবাজি করে আতংক সৃষ্টি করে। এই মামলার সন্দেহভাজন আসামি মোশরাফ। এছাড়া বুলবুল হোসেনকে বিএনপি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।