
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আলোচিত রূপালী ব্যাংক ডাকাতির ঘটনায় মোহাম্মদ লিয়ন মোল্লা ওরফেনিরব , মোঃ আরাফাত ও সিফাত নামে তিনজনকে ব্যাংক থেকে আটক করেছে যৌথ বাহিনীর অভিযানে। গ্রেফতারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় । এদের মধ্যে একজন গাড়ির ড্রাইভার ও বাকি দুইজন ছাত্র বলে জানা গেছে ।
এই ঘটনা উদ্ধার করা হয়েছে, নগদ ১৮ লক্ষ টাকা, চারটি খেলনা পিস্তল, দুইটি চাকু, একটি লোহার পাইপ, একটি কালো স্কুল ব্যাগ, তিনটি মাক্স, তিন জোড়া হ্যান্ড গ্লাভস, ও তিনটি কালো চশমা ।
আজ রাত আটটার সময় কেরানীগঞ্জ মডেল থানা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ এইসব তথ্য প্রদান করেন । তিনি বলেন, আসামিরা একটি রোগীকে বাঁচানোর পরিকল্পনা করে এই ধরনের কর্মকান্ড করেছে বলে প্রাথমিকভাবে তাদেরকে জানিয়েছেন। তবে পুলিশ প্রশাসন বিস্তারিত তদন্ত করে এর সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা এবং তাদের ব্যাংক ডাকাতের উদ্দেশ্য কি এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানান ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আসামি মোঃ লিওন মোল্লা ওরফে নিরব গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ডুমুরিয়া গ্রামের মোহাম্মদ কোভিদ মোল্লার ছেলে।
অন্যদিকে আরাফাত এর বাড়ি কেরানীগঞ্জের খালপাড় এলাকায় । এছাড়া সিফাত দক্ষিণ কেরানীগঞ্জ থানার তাবিয়াতুল উম্মাহ মাদ্রাসার ছাত্র বলে জানা যায় । খেলনা পিস্তল নিয়ে ভয় দেখিয়ে টাকা ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী অবিলম্বে এই এলাকার সকল ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।। 







































