বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি: উইন্ডিজদের হোয়াইটওয়াশ করল টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:২৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ১৬৬

ছবি-সংগৃহীত

শক্তি, সামর্থ্য কিংবা অতীত ইতিহাস— টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত সংস্করণে দুইবার বিশ্বকাপ জেতা ক্যারিবিয়ানরা র‌্যাঙ্কিংয়ের চতুর্থ দল। ৯ নম্বর দল বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো পেরোতে পারেনি সুপার এইটের গণ্ডি। তাছাড়া সদ্যই ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় টি-টোয়েন্টিতেও টাইগারদের হার অনুমান করছিলেন সবাই।

তবে ২০ ওভারের তিন ম্যাচের সিরিজে ধার দেখালো লিটন দাস নেতৃত্বাধীন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে করলো হোয়াইটওয়াশ। টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ আজ তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ৮০ রানে।

আজ কিংস্টাউনে আগে ব্যাটিংয়ে নেমে জাকের আলীর নৈপুণ্যে ৭ উইকেটে ১৮৯ রান তোলে বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়ে বোলিংয়ে দাপট দেখায় টাইগার বোলাররা। রিশাদ-তাসকিনদের মোকাবিলায় মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

বাংলাদেশের দেওয়া ১৯০ রানের টার্গেটে নেমে ব্যাটিং ধসের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৬০ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানো ক্যারিবিয়ানদের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন রোমারিও শেফার্ড। ২৭ বলের ইনিংসটি ১ চার ও ৩ ছক্কায় সাজান তিনি। এছাড়া জনসন চার্লস ১৮ বলে ২৩, নিকোলাস পুরান ১০ বলে ১৫ এবং গুদাকেশ মোতি ১২ বলে ১২ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ৪ ওভারে ২১ রানের খরচায় ৩ উইকেট নেন রিশাদ হোসেন। দুটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টাইগারদের ইনিংসে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জাকের আলী। ৪১ বলের অপরাজিত ইনিংসটি ৩ চার ও ৬ ছক্কার মারে সাজান এই মারকুটে ব্যাটার। ২১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন পারভেজ হোসেন ইমন। ২৩ বলে ৩ বাউন্ডারিতে মেহেদী হাসান মিরাজের সংগ্রহ ২৯ রান। ১২ বলে ১টি করে চার-ছক্কায় ১৭ রানের ইনিংস খেলেন তানজিম হাসান সাকিব। অধিনায়ক লিটনের সংগ্রহ ১৪ রান। ১৩ বল খেলে ৩টি বাউন্ডারি হাঁকান তিনি।

বাংলাদেশের ইনিংসে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন রোমারিও শেফার্ড। একটি করে উইকেট পান আলজারি জোসেফ, রস্টন চেইজ ও গুদাকেশ মোতি।

জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

টি-টোয়েন্টি: উইন্ডিজদের হোয়াইটওয়াশ করল টাইগাররা

প্রকাশের সময় : ১০:২৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

শক্তি, সামর্থ্য কিংবা অতীত ইতিহাস— টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত সংস্করণে দুইবার বিশ্বকাপ জেতা ক্যারিবিয়ানরা র‌্যাঙ্কিংয়ের চতুর্থ দল। ৯ নম্বর দল বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো পেরোতে পারেনি সুপার এইটের গণ্ডি। তাছাড়া সদ্যই ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় টি-টোয়েন্টিতেও টাইগারদের হার অনুমান করছিলেন সবাই।

তবে ২০ ওভারের তিন ম্যাচের সিরিজে ধার দেখালো লিটন দাস নেতৃত্বাধীন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে করলো হোয়াইটওয়াশ। টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ আজ তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ৮০ রানে।

আজ কিংস্টাউনে আগে ব্যাটিংয়ে নেমে জাকের আলীর নৈপুণ্যে ৭ উইকেটে ১৮৯ রান তোলে বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়ে বোলিংয়ে দাপট দেখায় টাইগার বোলাররা। রিশাদ-তাসকিনদের মোকাবিলায় মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

বাংলাদেশের দেওয়া ১৯০ রানের টার্গেটে নেমে ব্যাটিং ধসের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৬০ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানো ক্যারিবিয়ানদের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন রোমারিও শেফার্ড। ২৭ বলের ইনিংসটি ১ চার ও ৩ ছক্কায় সাজান তিনি। এছাড়া জনসন চার্লস ১৮ বলে ২৩, নিকোলাস পুরান ১০ বলে ১৫ এবং গুদাকেশ মোতি ১২ বলে ১২ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ৪ ওভারে ২১ রানের খরচায় ৩ উইকেট নেন রিশাদ হোসেন। দুটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টাইগারদের ইনিংসে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জাকের আলী। ৪১ বলের অপরাজিত ইনিংসটি ৩ চার ও ৬ ছক্কার মারে সাজান এই মারকুটে ব্যাটার। ২১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন পারভেজ হোসেন ইমন। ২৩ বলে ৩ বাউন্ডারিতে মেহেদী হাসান মিরাজের সংগ্রহ ২৯ রান। ১২ বলে ১টি করে চার-ছক্কায় ১৭ রানের ইনিংস খেলেন তানজিম হাসান সাকিব। অধিনায়ক লিটনের সংগ্রহ ১৪ রান। ১৩ বল খেলে ৩টি বাউন্ডারি হাঁকান তিনি।

বাংলাদেশের ইনিংসে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন রোমারিও শেফার্ড। একটি করে উইকেট পান আলজারি জোসেফ, রস্টন চেইজ ও গুদাকেশ মোতি।