শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না কাউকে: সারজিস আলম

ছবি-সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকার কারণে পুলিশ প্রশাসন ইমেজ সংকটে পড়েছে। এ থেকে উত্তরণের জন্য তাদের সুনামের সঙ্গে কাজ করতে হবে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে। ওই সময় তাদের ভূমিকা কী ছিল?

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ-আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা।

অনুষ্ঠানে খুলনা বিভাগে নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বেনাপোলে বিএনপির নেতার ভাইয়ের মৃত্যু,জানাজায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না কাউকে: সারজিস আলম

প্রকাশের সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকার কারণে পুলিশ প্রশাসন ইমেজ সংকটে পড়েছে। এ থেকে উত্তরণের জন্য তাদের সুনামের সঙ্গে কাজ করতে হবে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে। ওই সময় তাদের ভূমিকা কী ছিল?

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ-আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা।

অনুষ্ঠানে খুলনা বিভাগে নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।