
ভারতের পার্লামেন্টে এমপিদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা গোটা ভারতে আলোচিত হয়েছে। এ ঘটনায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে অভিযুক্ত করে এফআইআর করেছে বিজেপি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ধাক্কাধাক্কির পর পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি এমপি অনুরাগ ঠাকুর ও বাঁশুরি স্বরাজ এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, রাহুল গান্ধীর ধাক্কায় মাথায় ব্যথা পেয়েছেন বিজেপির এমপি প্রতাপ ষড়ঙ্গী। অপর আরেক এমপি আহত অবস্থায় আছেন।
এদিকে, এ ঘটনায় লোকসভায় পাল্টা অভিযোগ জানিয়ে স্পিকারকে চিঠি পাঠিয়েছে কংগ্রেস। কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ চিঠিতে অভিযোগ করেন, রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল। তাকে ধাক্কাও দেওয়া হয়েছিল।
এফআইআর-এর প্রতিক্রিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, বাবা সাহেবের ঐতিহ্য রক্ষা করার জন্য রাহুল গান্ধীর নামে যে এফআইআর হয়েছে, এটি তার ‘সম্মানের ব্যাজ’। তার ভাষ্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে এটা ‘বিমুখী কৌশল’ ছাড়া আর কিছুই নয়।
প্রসঙ্গত, বাবাসাহেব আম্বেদকরকে অবমাননা করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে ভারতের পার্লামেন্টে বিজেপি ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। পার্লামেন্টের মকর দরজায় এ ঘটনায় আহত দুই বিজেপি এমপিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































