
যশোর প্রতিনিধি।।
যশোরে কবির হোসেন জনি নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের দড়াটানা এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে তিনি আজ (রবিবার) দুপুরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আইনজীবী হিসেবে আদালতে জামিন শুনানিতে অংশ নিয়েছিলেন। আত্মসমর্পণকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিস্ফোরক মামলার আসামি ছিলো।
ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনজীবী কবির হোসেন জনিকে আজ রাতে শহরের দড়াটানা এলাকা থেকে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
যশোর প্রতিনিধি।। 







































