
রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মায় এক জেলের হাজারি বরশিতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল এক বোয়াল। বিক্রি হয়ছে ৫২ হাজার ২শত টাকা।
জানা যায়, সোমবার (২৩ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া অদূরে পদ্মার কুশাহাটা উজান থেকে স্থানীয় জেলে কালাম সরদারের হাজরি বরশিতে মাছটি ধরা পরে এবং বিক্রির জন্য ফেরি ঘাট এলাকায় নিয়ে আসে। বিশাল মাছটি দেখার জন্য স্থানীয়রা ভিড় করে।
চাদনী এন্ড আরিফা মৎস্য আড়ৎ এর পরিচালক মো চান্দু মোল্লা বলেন- পদ্মার অদূরে কুশাহাটা উজান থেকে স্থানীয় জেলে কালামের হাজারি বরশিতে বড় এই মাছটি ধরা পরে। উন্মুক্ত নিলামে মাছটি তার কাছ থেকে কেজি প্রতি ২দুই হাজার ৮৫০ টাকা দরে ৫১ হাজার ৩০০ টাকায় আমি কিনে ঢাকার এক ক্রেতার কাছে ২দুই হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করি। এধরণের বড় মাছ সবসময় পাওয়া যায় না।
রাজবাড়ী প্রতিনিধি 




































