
বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
পূবালী ব্যাংক রাউজান শাখায় চালু হয়েছে ইসলামী ব্যাংকিং কর্ণার। এছাড়া উদ্বোধন করা হয়েছে এটিএম বুথ। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাউজান শাখার ব্যবস্থাপক ফারুক হুসাইন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক এ.কে.এম. মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ওয়াইদুল ইসলাম ও হাটহাজারী শাখার ব্যবস্থাপক শওকত-উর -রহমান।
উপস্থিত ছিলেন রাউজান ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মাঈনুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।
প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকবৃন্দের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে পূবালী ব্যাংক পিএলসি প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিং সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সেই সেবাকে আরও ত্বরান্বিত করতে চট্টগ্রামের রাউজান শাখায় আজ চালু হল ইসলামী ব্যাংকিং কর্ণার। উক্ত ইসলামী ব্যাংকিং কর্নারের মাধ্যমে আমাদের গ্রাহক বৃন্দ আরও দ্রুত ও উন্নত পরিসরে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করে উপকৃত হবেন।
বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: 







































