
নাজমুল ইসলাম, শরণখোলা বাগেরহাট।।
বাগেরহাটের শরণখোলায় ডরপ সিএনআরএস ইভলভ প্রকল্পের সহযোগিতায় সাউথখালী ইউনিয়ন পরিষদের হল রুমে একটি অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে মোরেলগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ, সিএসও নেটওয়ার্ক এবং সাউথখালী ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিএসও নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় উন্নয়ন, সামাজিক সেবার মান বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
ডরপ সিএনআরএস ইভলভ প্রকল্পের আওতায় আয়োজিত এই অভিজ্ঞতা বিনিময় সফরের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং সমস্যার সমাধানে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সিএসও এবং ইউনিয়ন পরিষদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এই ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং ডরপ সিএনআরএস ইভলভ প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাজমুল ইসলাম, শরণখোলা বাগেরহাট।। 





































