
বোরহান উদ্দিন, রাউজান প্রতিনিধি:
রাউজানে ফেসবুকে স্টাটাস দিয়ে রাসেল (১৯) নামে এক তরুণ আত্নহত্যা করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে নিজ কক্ষ থেকে রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবার।
রাসেল উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা লস্কর উজির বাড়ীর মোহাম্মদ রফিকের পুত্র।
উল্লেখ্য, গত মধ্যরাতে ফেসবুকে রাসেল লিখেন- ‘কপাল খারাপ, নাকি ভাগ্য খারাপ’… অল্পক্ষন পরে আরেকটি পোষ্টে লিখেন- ‘মৃত্যু অতি নিকটে’…সর্বশেষ পোষ্টে লিখেন- ‘কারো সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমাকে মাপ করে দিয়েন, দোয়া করিয়েন’। এ ৩টি পোষ্ট সে একঘন্টার মধ্যেই পাবলিশ করে নিজের ফেসবুকে ওয়ালে।
জানাগেছে, মানষিকভাবে বিপযস্থ হয়ে আত্নহত্যার পথ বেঁচে নেন রাসেল। নিজের প্রতি সবসময় হতাশা কাজ করত রাসেলের, পারিবারিক দারিদ্রতার কথাও তার হতাশায় প্রকাশ পেতে দেখা গেছে।
স্থানীয়সুত্রে জানাগেছে, গত দুমাস আগে আমিরাত থেকে ছুটিতে দেশে আসেন রাসেল। আজ মঙ্গলবার সকালে আমিরাতের উদ্দেশে যাত্রা করার কথাছিল রাসেলের। কিন্তু আমিরাতে না গিয়ে নিজ ইচ্ছায় চলে গেলেন পরপারে।
এদিকে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে চমেকে পাঠান রাউজান থানা পুলিশ।
এর আগে গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর সিভিস সহ বিভিন্ন পর্যটন পার্কে ভ্রমন শেষে রাতেই রাসেল ফিরেছিলেন ঘরে। কিন্তু সারাদিন আনন্দে মেথে থাকার পরও মধ্যরাতে কি এমন ঘটেছিল রাসেলের জীবনে। যার কারণে মধ্যরাতের কোন একসময় এ অল্পবয়সী তরুণ আত্নহত্যার পথ বেচেঁ নিলেন। সে প্রশ্ন বন্ধু, পরিবার পরিচিত জনের?
এদিকে তার এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার, বন্ধু, পরিবার, পরিচিতজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার এমন আত্নঘাতী মৃত্যু মেনে নিতে পারছেনা বন্ধুস্বজনরা।
বোরহান উদ্দিন, রাউজান প্রতিনিধি: 







































