
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই সংবাদ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকে অভিশংসিত করার জন্য একটি বিল জমা দেওয়ার পরিকল্পনা করেছে। ।
অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের গত ৩ ডিসেম্বর মার্শাল ল জারির ব্যর্থ প্রচেষ্টার বিষয়ে তদন্ত করতে একটি কাউন্সিল গঠনের অনুমোদন চেয়েছিল বিরোধীরা। এর অনুমোদন দিতে বিলম্ব করায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্টেরও অভিশংসন চাইছে ডেমোক্র্যাটিক পার্টি।
দলটির মুখপাত্র ইউন জং কুন জানিয়েছেন, বিলটি বৃহস্পতিবার পার্লামেন্টে উপস্থাপন করা হবে। একবার বিলটি উপস্থাপিত হলে নিয়মানুসারে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভোটগ্রহণ করতে হবে।
যদি হান অভিশংসিত হন, তবে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী অর্থমন্ত্রী পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। হান সত্যিই অভিশংসিত হলে দেশটিতে এক মাস ধরে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়তে পারে। সাবেক প্রধানমন্ত্রী হান ১৪ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের অভিশংসনের পর দায়িত্ব নিয়েছিলেন। সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক 






































